এর আগে রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত স্থগিত করে। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেইসবুক পেইজে জানানো হয়, রোববার এ বিষয়ে জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে। তবে আজ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দিনভর কর্মবিরতি পালন করার কথা। এই ঘোষণা দেওয়া হয় গতকাল। তবে সকালে ক্যাম্পাসে সব একাডেমিক ভবনের ফটকের তালা খুলে দেওয়া হয়েছে। প্রশাসন ভবনও খুলেছে। বাসে করে শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসতে দেখা গেছে। কর্মকর্তা-কর্মচারীরাও ক্যাম্পাসে এসেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা বলছেন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাই বিরতিতে থাকবেন। কোনো কাজ করবেন না। ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে ক্যাম্পাসে তারা দৃশ্যমান কোনো কর্মসূচি পালন করবেন না। সিন্ডিকেট সভার দিকেই তাদের নজর। সিন্ডিকেটের সিদ্ধান্ত দেখে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। ফেইসবুক পেইজের ঘোষণা মেনে নেয়নি আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের দাবি ছিল, উপাচার্যের নির্বাহী ক্ষমতাবলে সরাসরি...