সরকারি গুদামে চাল সরবরাহে অনিয়ম-দুর্নীতির বড় ধরনের অভিযোগ উঠেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলা খাদ্য পরিদর্শক ও সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) মুহাম্মদ শহীদুল্লাহর বিরুদ্ধে। চাল সংগ্রহ ও বিতরণে অনিয়মের মাধ্যমে তিনি ব্যক্তিগত ব্যাংক হিসাব নম্বরে কোটি টাকা লেনদেন করেছেন, এমন তথ্যও মিলেছে। মুহাম্মদ শহীদুল্লাহর একাধিক ব্যাংক হিসাব ঘেঁটে অস্বাভাবিক লেনদেনের সত্যতা পাওয়া গেছে। ইতোমধ্যে সরকারি চাল সংগ্রহ কর্মসূচিতে মিল মালিকদের দেওয়া চালের বিল আত্মসাতসহ নিয়ম বহির্ভূতভাবে নিম্নমানের চাল গুদামজাত করায় এই কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন নাসির উদ্দিন লাল নামে রৌমারীর এক চালকল মালিক। এ মামলার পর তাকে রৌমারী থেকে দিনাজপুরের বিরামপুরে বদলির আদেশ জারি করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে এ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্তে একটি তিন সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। অনুসন্ধান ও অভিযোগ সূত্রে জানা যায়, মুহাম্মদ শহীদুল্লাহ ২০২২ সালের...