নামিরা নাঈম বলেন, ‘হানিয়া খুব ঝাল খেতে পারে।অবাক করার মতো। সে শুটিং সেটে এসেছিল খালি পেটে। এসেই নাগা মরিচের ঝালমুড়ি খেয়ে নিল। বেশ আনন্দ নিয়েই খেয়েছে।ফুচকাও খেয়েছে তিন-চারটি নাগা মরিচ দিয়ে। আমাদের তো ঝাল দেখলেই চোখের পানি আসে, কিন্তু হানিয়ার জন্য সব স্বাভাবিক।’ নামিরা আরো বলেন, ‘ঢাকার আহসান মঞ্জিলে রাফসান দ্য ছোট ভাই হানিয়াকে নিয়ে একটি ভ্লগিংয়ের শুটিং করেন। তিনিই আমার সঙ্গে যোগাযোগ করে যেতে বলেন। হানিয়ার সঙ্গে পরিচিত হয়ে আনন্দ পেয়েছি। আমি নবাববাড়ির মেয়ে জেনে খুব আগ্রহ দেখিয়েছে। পাকিস্তানে আমাদের অনেক আত্মীয়-স্বজন ও জনপ্রিয় ব্যক্তিত্বদের...