নিজস্ব প্রতিবেদকঃশুল্কমুক্ত সুবিধায় আমদানি করা সাবেক সংসদ সদস্যদের ৩০টি বিলাসবহুল গাড়ি অবশেষে সরকারের ব্যবহারের জন্য হস্তান্তর করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নিলামে প্রত্যাশিত দর না ওঠায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। শনিবার দুপুরে চট্টগ্রাম বন্দর মিলনায়তনে এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য দেন। এনবিআর চেয়ারম্যান বলেন, নিলামে যে মূল্য পাওয়া গেছে তা খুবই অল্প। “আমরা দেখেছি, এগুলো যখন নিলাম করলাম, দাম এসেছে অনেক কম। নিলামের সেই অর্থ সরকারি কোষাগারে গেলেও সরকারকে পরে আবারই উচ্চমূল্যে গাড়ি কিনতে হতো। জাতীয় স্বার্থ বিবেচনা করে আমরা গাড়িগুলো সরাসরি সরকারের পরিবহন পুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” গত বছরের ৬ আগস্ট সরকারের পরিবর্তন ও সংসদ ভেঙে দেওয়ার পর দ্বাদশ সংসদের তৎকালীন সদস্যদের জন্য আমদানি করা এই গাড়িগুলো...