ফিলিস্তিনে দখলদার ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিশাল বিক্ষোভ করেছে গ্রিস। স্থানীয় সময় শুক্রবার সকালে (১৯ সেপ্টেম্বর) দেশটির রাজধানী এথেন্সের রাজপথে নামে শত শত ফিলিস্তিন সমর্থক। এসময় তারা বিখ্যাত অ্যাক্রোপলিসে বড় দুটি ব্যানার টানিয়ে দেন। পরে সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। দেশটির কমিউনিস্ট পার্টি কেকেই এসময় পার্লামেন্ট ঘেরাও করে প্রতিবাদ জানায়রা। ইসরাইলের আগ্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দাও জানান। ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানে ওই বিক্ষোভে কমিউনিস্ট পার্টিটি গ্রিক সরকারকে তেলআবিবের সাথে সম্পর্ক ছিন্নের দাবি জানায়। এসময় ফিলিস্তিনের পতাকা ও ব্যানার হাতে জড়ো হয় নানা শ্রেণি-পেশার মানুষ। 📌Διεθνές μήνυμα αλληλεγγύης στον παλαιστινιακό λαό εκπέμπεται αυτή τη στιγμή από τον βράχο της Ακρόπολης.🔴Με μια συντονισμένη κινητοποίηση, νωρίς το πρωί, μέλη του ΚΚΕ και της ΚΝΕ ανέβηκαν στην Ακρόπολη και σήκωσαν δύο πανό προς...