অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে স্ত্রীকে, নিজেও নেন ক্লাস। বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মুস্তফা কামাল তদারকি করেন পুরো মাদ্রাসার। অথচ সরকারি চাকরির নিয়মে বলা আছে দুটি প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ নেই। সেই নিয়মকে থোড়াই কেয়ার করছেন মুস্তফা। অভিযোগ আছে, সরকারি কলেজের শিক্ষক মুস্তফা কলেজের চেয়ে বেশি সময় দেন মাদ্রাসায়। সরকারি কলেজে ক্লাসও নেন না ঠিকমতো। উল্টো নাড়িনক্ষত্রের খোঁজ রাখেন তার মাদ্রাসার। নিয়ম বহির্ভূতভাবে পরিচালক হিসেবেও আছেন মাদ্রাসাটিতে। সূত্র জানায়, মুস্তফা কামাল ‘আল জামি’আহ আস-সালাফিয়্যাহ’ নামের মাদ্রাসার পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন বহুদিন ধরে। অভিযোগ রয়েছে, সরকারি কর্মঘণ্টায়ও তিনি নিজ প্রতিষ্ঠানের কাজ নিয়ে ব্যস্ত থাকেন, যা সরাসরি সরকারি চাকরির বিধির লঙ্ঘন। মুস্তফা কামালের সঙ্গে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে জানা গেছে। একাধিক সূত্র জানায়, বর্তমান...