২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৮ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০ পিএম জনপ্রিয় বাঙালি গায়ক নচিকেতা চক্রবর্তীর বিরুদ্ধে ধর্মীয় আঘাতের অভিযোগে বিশ্ব হিন্দু পরিষদের হয়ে মামলা করেছিলেন অনির্বাণ ভট্টাচার্য। শনিবার (২০ সেপ্টেম্বর) ভারতীয় আদালত রায় দিয়েছেন সে মামলার। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নচিকেতার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের কোনো প্রমাণ মেলেনি। তাই মামলা খারিজ দিয়েছেন কলকাতা হাই কোর্ট। বিচারপতি অজয়কুমার গুপ্ত এ রায় দেন। এ সময়ে বিচারপতি জানিয়েছেন, অভিযোগ গুরুতর হলেও কোনো প্রমাণ মেলেনি, শুধু সোশ্যাল মিডিয়ার ক্লিপিংসের ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে। সেখানে কোনো তারিখ বা স্থানের কোনো উল্লেখ নেই। অভিযোগে বলা হয়েছিল, একটি লাইভ শোয়ে রামকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন নচিকেতা। যা আঘাত হানে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে। এরপরই শ্যামপুকুর থানায় মামলা হয় গায়কের বিরুদ্ধে। এদিকে অনেকে মনে করছেন...