যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের পর এবার ভারত, ভিয়েতনাম, মালয়েশিয়াসহ আরও পাঁচটি দেশে ‘পলাতক’ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পদের তথ্য পেয়েছে দুদক। রোববার ভোরে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় সাবেক মন্ত্রী জাবেদের স্ত্রী রুকমিলা জামালের ব্যক্তিগত গাড়ি চালকের বাড়ি থেকে জব্দ করা বিপুল পরিমাণ নথি থেকে এসব সম্পদের সন্ধান পাওয়ার কথা জানান দুদক কর্মকর্তারা। দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের উপ পরিচালক মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাইফুজ্জামান চৌধুরীর ব্যক্তিগত দুই কর্মচারীকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যে ভোর রাতে আমরা কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় রুকমিলা জামালের ব্যক্তিগত গাড়ি চালক ইলিয়াছের বাড়িতে অভিযান পরিচালনা করি। “সেখান থেকে ২৩ বস্তা নথি জব্দ করা হয়েছে। এসব নথিতে ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের তথ্য পেয়েছি।” উপ পরিচালক মশিউর বলেন, “এর আগে...