এশিয়া কাপ ২০২৫–এর সুপার ফোরে আবার মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান। তবে ম্যাচের আগেই ভারতীয় সাবেক ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত পাকিস্তানকে নিয়ে কড়া মন্তব্য করেছেন। ভারতের বিপক্ষে গ্রুপ পর্বে পাকিস্তান মাত্র ১২৮ রানের পুঁজিও রক্ষা করতে পারেনি; রোহিত শর্মারা ম্যাচ জিতেছিল মাত্র ১৫.৫ ওভারে। ওই ম্যাচের প্রসঙ্গ টেনে নিজের ইউটিউব চ্যানেলে শ্রীকান্ত বলেন, পাকিস্তান এখন সপ্তম বিভাগের দল। এ দলকে মূল দলের সঙ্গে খেলানো উচিত নয়। বরং অ্যাসোসিয়েট (সহযোগী সদস্য) দেশগুলোর সঙ্গে খেলতে পাঠানো উচিত। এত মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে পাকিস্তানকে খেলতে দেওয়াই ওদের জন্য অনেক বড় ব্যাপার। ’ তিনি আরও বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ এখন আর দর্শক টানবে না। এ প্রতিদ্বন্দ্বিতা অতীত হয়ে গেছে। এই পাকিস্তান দল ভারতের সামনে কোনো ভয়ই তৈরি করতে পারবে না। ’ পাকিস্তান সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) মাত্র ১৪৬...