সাইফ হাসানের বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় টেস্ট দিয়ে। এখন পর্যন্ত ৬টি টেস্ট খেলেছেন তিনি। তবে ২০২১'র পর লাল বলের ক্রিকেটে জাতীয় দলে ফেরা হয়নি। সাইফ নিজেকে নতুন করে চেনাচ্ছেন টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে। তবু তার 'টেস্ট ব্যাটসম্যান' তকমাটা এখনও রয়ে গেছে। এশিয়া কাপে সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারানোর ম্যাচে সাইফ খেলেছেন ৪৫ বলে ৬১ রানের ইনিংস। সাইফের ইনিংসে ছিল ৪ ছক্কা ও ২ চার। দারুণ ইনিংস খেলে ম্যাচসেরাও হয়েছেন। সাইফের ব্যাটিংয়ের প্রশংসা করছেন অনেকে। আবার অনেকে তার শট দেখে প্রকাশ করেছেন মুগ্ধতা। শ্রীলঙ্কান পেসার নুয়ান থুসারার বলে দারুণ এক ফ্লিক শটে (ছবিতে) ছক্কা হাঁকান সাইফ হাসান। ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক মুরালি কার্তিক বলেন, 'আমার মনে হয় সাইফকে আপনার পুরো কৃতিত্ব দিতে হবে। আগের ম্যাচের হিরোকে (নুয়ান থুসারা) সে যেভাবে খেলেছে।...