হাত না মেলানো বিতর্কে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কোনো ভুল দেখেন না রাভিচান্দ্রান অশ্বিন। তার মতে, ম্যাচ রেফারিকে বলির পাঁঠা বানিয়ে ফায়দা নিতে চেয়েছেন পাকিস্তান। এসব নিয়ে হইচই না করে চিরপ্রতিদ্বন্দ্বী দলটিকে মাঠের পারফরম্যান্সে উন্নতির পথ খুঁজতে বললেন ভারতের সাবেক স্পিনার। এশিয়া কাপে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় দলের হাত না মেলানোর ঘটনার পর পেরিয়ে গেছে সাত দিন। তবে বিতর্ক থামেনি। টুর্নামেন্টে দুই দলের আরেকটি ম্যাচ দুয়ারে দাঁড়িয়ে। কিন্তু আগের ম্যাচের ঘটনার রেশ চলছেই। এই ধরনের নানা প্রসঙ্গে বরাবরই নিজের শক্ত মতামত জানিয়ে থাকেন অশ্বিন। এবার একটু দেরিই হলো তার। তবে নিজের ইউটিউব চ্যানেল ‘অ্যাশ কি বাত’-এ ঠিকই কড়া প্রতিক্রিয়ায় কিনি তুলাধুনা করলেন পাকিস্তানকে। টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগাকে হাত না মেলাতে অনুরোধ করায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের ক্ষোভের কেন্দ্রে...