সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী রুকমীলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করার আদেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে রোববার রোববার চট্টগ্রামের সিনিয়র মেট্রোপলিটন স্পেশাল জজ মো.আবদুর রহমানের আদালত এ আদেশ দেয়। এর আগে দুদক আদালতে এ বিষয়ে আবেদন করেছিল বৃহস্পতিবার। দুদকের কৌঁসুলি অ্যাডভোকেট মোকাররম হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুদকের করা একটি মামলার আসামি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেছিলাম। "শুনানি শেষে আজ আদালত রেড নোটিশ জারির আদেশ দিয়েছেন। আদালতের এই নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলে পাঠানো হবে।" এদিকে রোববার ভোরে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় সাবেক মন্ত্রী জাবেদ ও তার স্ত্রী রুকমীলার গাড়ি চালকের বাড়িতে অভিযান চালায় দুদক। সেখান থেকে '২০ বস্তা' নথি...