ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ। একাধারে গায়ক, সংগীত পরিচালক, সুরকার, গীতিকার, সংগীত প্রযোজক, অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক। গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান তিনি। তার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ শোবিজ অঙ্গন। জুবিনের মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। মামলা দায়ের হয়েছে ‘নর্থইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’-এর আয়োজক শ্যামকানু মহন্ত-সহ জুবিনের আপ্ত সহায়ক সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে। আসাম সরকার গায়কের মৃত্যুর তদন্তভার নিয়েছে।আরো পড়ুন:পরপারে ভালো থেকো জুবিন: সোহম চক্রবর্তীসংগীতশিল্পী জুবিন গার্গ মারা গেছেন আসাম সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আসাম পুলিশ শ্যামকানু ও সিদ্ধার্থ উভয়কেই জিজ্ঞাসাবাদ করবে। তাছাড়া শেষ মুহূর্তে গায়কের সঙ্গে যারা ছিলেন, তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। আসামের মুখ্যমন্ত্রী আসাম পুলিশকে অনুরোধ করেছেন, মামলার সমস্ত নথিপত্র যেন ‘সেন্ট্রাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট’-এর হাতে তুলে দেওয়া হয়। আসামে জুবিনের বাড়ির বাইরে উত্তেজিত...