স্মার্টওয়াচ এখন আর শুধু সময় দেখার যন্ত্র নয়। এটি একদিকে যেমন ফ্যাশনের অংশ, তেমনি স্বাস্থ্য-সচেতনতা, ফিটনেস ট্র্যাকিং, এমনকি কাজের দক্ষতা বাড়াতেও বড় ভূমিকা রাখে। তবে বাজারে এত বৈচিত্র্যময় স্মার্টওয়াচ থাকার কারণে অনেকেই দ্বিধায় পড়ে যান-কোন স্মার্টওয়াচ আসলে নিজের জন্য উপযুক্ত হবে? দাম, ফিচার, ব্যাটারি লাইফ, ডিজাইন-সব মিলিয়ে সঠিক ঘড়ি বেছে নেওয়া সহজ নয়। তাই কেনার আগে কয়েকটি বিষয় খেয়াল করলেই আপনার জন্য উপযুক্ত স্মার্টওয়াচ কিনতে পারবেন- প্রথমেই দেখতে হবে আপনার ফোনের সঙ্গে ঘড়িটি কতটা মানানসই। অ্যাপল ওয়াচ কেবল আইফোন ব্যবহারকারীদের জন্য। আইওএস এর সঙ্গে সবচেয়ে ভালোভাবে কাজ করে। গুগল ওয়্যারওএস অ্যান্ড্রয়েড ফোনের জন্য উপযুক্ত, তবে আইওএস এও সীমিতভাবে ব্যবহার করা যায়। স্যামসাং গ্যালাক্সি ওয়াচ অ্যান্ড্রয়েড বিশেষ করে স্যামসাং ফোনের জন্য সবচেয়ে কার্যকর। হুয়াওয়ে, শাওমি বা অন্যান্য ব্র্যান্ড সাধারণত নিজেদের কাস্টম...