‘সংসার সুখের হয় রমণীর গুণে’ কথাটি অনেকখানিই সত্য। সুন্দর একটি পরিবার গড়ে তোলার পেছনে স্ত্রীর ভূমিকা অনেক। তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে পরম মমতায় আগলে রাখেন পরিবারকে। তবে অনেক স্বামী আছেন, স্ত্রীর কাজের একটু এদিক-সেদিক হলেই কথা শুনিয়ে দেন। এতে করে পারিবারিক অশান্তি লেগে যায়। তাই স্ত্রীকে খুশি রাখার চেষ্টা করুন। সংসার জীবনে স্ত্রীকে খুশি রাখতে কয়েকটি নিয়ম মেনে চলতে পারেন। এতে স্ত্রী থাকবে খুশি আর সংসারও হবে সুখের। জেনে নিন করণীয়- স্ত্রীর সঙ্গে মন খুলে কথা বলুন। তার খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানার চেষ্টা করুন। দিনের শেষে বা সপ্তাহে অথবা মাসে তাকে একান্ত কিছুটা সময় দেওয়া উচিত। এতে তার সঙ্গে খোলাখুলি সব বিষয় নিয়ে কথা বলুন। সে যেন আপনাকে বন্ধু ভাবতে পারে। স্ত্রীর ভালো ও খারাপ লাগার বিষয়গুলোও আপনার জানতে...