ভিসা নিয়ে ট্রাম্পের নতুন সিদ্ধান্তে মহাসংকটে ভারত। গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন, আগামী ২১ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসার (এইচ-১বি ভিসা) জন্য নতুন আবেদনকারীদের এক লাখ ডলার (প্রায় ৮৮ লাখ রুপি) ফি দিতে হবে। বর্তমানে এই ফি ১ হাজার ৫০০ ডলার। ট্রাম্পের এই সিদ্ধান্তে মহাসংকটে পড়েছে ভারত। কারণ যুক্তরাষ্ট্রের দক্ষ কর্মী ভিসার প্রায় ৭০ শতাংশই পান ভারতীয় নাগরিকরা। ফলে এ সিদ্ধান্তে সবচেয়ে বেশি প্রভাব পড়বে ভারতীয়দের ওপর। ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপে ‘মানবিক বিপর্যয়’ তৈরি হতে পারে বলে এরই মধ্যে আশঙ্কা প্রকাশ করেছে নয়াদিল্লি। শনিবার ভারত সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, এ ধরনের সিদ্ধান্ত পরিবারগুলোর জন্য গুরুতর মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে। তারা আশা করে, যুক্তরাষ্ট্র এ ধরনের সমস্যার সমাধানে উপযুক্ত পদক্ষেপ নেবে। বিবৃতিতে বলা...