ঢাকার ধামরাইয়ে এনজিও ব্যাংক ও মহাজনের চড়া সুদের বোঝা মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন কৃষক। অতি বর্ষণে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে কৃষি মাঠ। সঠিক পরিচর্যার অভাবে সরকার নির্মিত স্লুইস গেট গুলো অকেজো হয়ে পড়ায় কৃষি মাঠ থেকে পানি নামছে না। ফলে সবজি চাষের ভরা মৌসুমী ও সবজি খামার প্রস্তুত না হওয়ায় সবজি চাষ ব্যাহত হচ্ছে। ফলে ঋণের বোঝা মাথায় নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। কারণ ভরা মৌসুমে সবজি চাষ করতে না পারলে মহাজন ও এনজিও ব্যাংকের ঋণ সময় মতো পরিশোধ করা কৃষকের পক্ষে মোটেও সম্ভব নয়। তাই কৃষক সময়মতো সবজি চাষ করতে না পারায় একদম হতাশ হয়ে পড়েছেন। অনেকেই আছেন গেল বছরের ঋণ ও পরিশোধ করতে পারেননি। এরপরও চলতি বছরের জন্য আগাম ঋণ নিয়ে ঋণের বোঝা আরো ভারী করেছেন কৃষকরা। এখন...