২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০০ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০০ পিএম পটুয়াখালীর কুয়াকাটায় সড়কের দুই পাশের সরকারি খাস জমি দখল করে নির্মাণ করা হয়েছে প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা। এতে একদিকে যেমন বেদখল হচ্ছে সরকারি জমি, অন্যদিকে আবাসিক হোটেলের ময়লা পানি ও বর্জ্য ফেলার কারণে দূষিত হচ্ছে সমুদ্র সৈকত। স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্টের পর থেকেই একটি প্রভাবশালী মহল এসব অবৈধ স্থাপনা গড়ে তোলে। এতে সরকারের পর্যটন হলিডে হোমস থেকে কুয়াকাটা চৌরাস্তা পর্যন্ত মহাসড়কের দুই পাশ, চৌরাস্তা থেকে সৈকতের জিরো পয়েন্টের দুপাশ, চৌরাস্তা থেকে পূর্ব ও পশ্চিম পাশের সড়ক দুপাশ এবং জিরো পয়েন্টের পশ্চিম পাশ পর্যন্ত জমি বেদখল হয়ে গেছে। এছাড়া প্রতিদিন গভীর রাতে সৈকতের জিরো পয়েন্টের পাশের কয়েকটি হোটেল থেকে ময়লা পানি সরাসরি ফেলা হচ্ছে...