এশিয়া কাপের পরপরই বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে আফগানিস্তান। এশিয়া কাপে বাদ পড়ার পর আফগানিস্তানের মনোযোগ এখন এই দ্বিপাক্ষিক সিরিজকে ঘিরেই। সংযুক্ত আরব আমিরাতে সিরিজটি হবে দুই সংস্করণের। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুদল। গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) এই সিরিজের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) । আফগানিস্তানের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি পেসার ফাজল হক ফারুকি, অলরাউন্ডার গুলবাদিন নাইব ও কারিম জানাত। তাদের জায়গায় সীমিত ওভারের সিরিজে নতুন দুই মুখ ২০ বছর বয়সী বাঁ-হাতি পেসার বশির আহমেদ ও টপ অর্ডার ব্যাটসম্যান ১৮ বছর বয়সী ওয়াফিউল্লাহ তারাখিল। দুজনই প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন। বাশির দুই দলে থাকলেও ওয়াফিউল্লাহ শুধু টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৪ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন বশির। এছাড়া ৫টি লিস্ট ‘এ’ম্যাচে ৪ উইকেট...