অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়া এনসিএল টি-টোয়েন্টি আবারও মাঠে গড়াতে চলেছে। তবে পরিবর্তন হচ্ছে ভেন্যু। রাজশাহী ও বগুড়ার পরিবর্তে জাতীয় ক্রিকেট লিগের এবারের আসরের বাকি ম্যাচগুলো হতে যাচ্ছে সিলেটে। আগামী শুক্রবার (২৬ সেপ্টেম্বর) থেকে সিলেটের দুই ভেন্যুতে মাঠে গড়াতে যাচ্ছে টুর্নামেন্টটি। গত বছর এই টি-টোয়েন্টি লিগের পুরোটাই সিলেটে হয়েছিল। এবার লিগটি আরও ছড়িয়ে দিতে শুরুতে রাজশাহী ও বগুড়ায় ছয়টি করে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত হয়। তবে শুরুর দিন থেকেই বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। এরপর দুবার সময়সূচিতে পরিবর্তন আনার পর এবার অনির্দিষ্টকালের জন্য এনসিএল স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এনসিএল টি-টোয়েন্টি শুরু হয় গত ১৪ সেপ্টেম্বর। এবার এনসিএলের প্রথম পর্ব হওয়ার কথা ছিল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম আর রাজশাহীতে। উদ্বোধনী ম্যাচে রাজশাহীতে বৃষ্টি হানা দেয়। বৃষ্টির কারণে রাজশাহীতে ২০ ওভারের ম্যাচ...