খুলনার ফুলতলা উপজেলায় চাঁদাবাজির অভিযোগে আলম মোল্যা (৪০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার জামিরা বাজারে এ ঘটনা ঘটে। নিহত আলম টোলনা গ্রামের হায়দার আলী মোল্যার ছেলে। ফুলতলা থানার ওসি মো. জেল্লাল হোসেন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা বলছেন, এর আগে জামিরা বাজারে অস্ত্রধারী সন্ত্রাসীরা চাঁদা দাবি করে এবং ব্যবসায়ীদের হুমকি দেয়। পরে বাজারের ব্যবসায়ীরা আলম মোল্যাকে তার বাড়ি থেকে ধরে এনে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জামিরা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মোল্যা অভিযোগ করেন, সন্ত্রাসী গ্রুপটি সম্প্রতি ফুলতলা বাজারের কয়েকটি দোকানে চাঁদা দাবি করে এবং তাকে বাড়িতে গিয়ে হত্যার হুমকিও দেয়। পুলিশের দাবি, আলম ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ফুলতলা...