খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ম্যাথ ক্লাবের সভাপতি হিসেবে চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাসবিহা তাবাসসুম পরমা এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. আনিসুর রহমান পলাশ দায়িত্ব গ্রহণ করেছেন।শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর একাডেমিক ভবনের গণিত ডিসিপ্লিনে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তারা।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সায়েন্স, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি স্কুলের ডিন অধ্যাপক ড. মো. আশরাফুল আলম বলেন, ম্যাথ ক্লাব শিক্ষার্থীদের জন্য বিরাট সুযোগের পথ উন্মোচন করবে। এ ক্লাব শুধু ম্যাথ ডিসিপ্লিনই নয়, অন্যান্য ডিসিপ্লিনের মধ্যে সুসম্পর্ক ও সংযোগ স্থাপনে সহায়তা করবে; যা ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।তিনি আরও বলেন, একটি ক্লাব পরিচালনা করতে অর্থের প্রয়োজন হয়। তাই অ্যালামনাই অ্যাসোসিয়েশনসহ সকল শিক্ষক-শিক্ষার্থীকে এগিয়ে আসতে হবে, যাতে ভবিষ্যতে আরও সফলভাবে এবং বড়ও পরিসরে ক্লাবটি পরিচালিত হতে পারে।পোষ্য কোটা স্থগিত নয়...