ইউরোপের বেশ কয়েকটি বড় বিমানবন্দরে সাইবার আক্রমণের কারণে ইলেকট্রনিক চেক-ইন ও ব্যাগেজ সিস্টেম অচল হয়ে পড়ে, যার ফলে শত শত ফ্লাইট বিলম্বিত হয়। শনিবার এই সাইবার আক্রমণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লন্ডনের হিথ্রো বিমানবন্দর, যেখানে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করতে হয়েছে। রোববার ২১ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সফটওয়্যার সরবরাহকারী কলিন্স অ্যারোস্পেস (আরটিএক্স মালিকানাধীন) জানিয়েছে, তাদের এমইউএসই সফটওয়্যার-এ সাইবার সংক্রান্ত ব্যাঘাত ঘটেছে। এই সফটওয়্যার বিভিন্ন এয়ারলাইন্সকে একই চেক-ইন ডেস্ক ও বোর্ডিং গেট ব্যবহার করার সুযোগ দেয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সমস্যা মূলত ইলেকট্রনিক চেক-ইন ও ব্যাগেজ ড্রপে সীমাবদ্ধ এবং ম্যানুয়াল পদ্ধতিতে আংশিক সমাধান করা যাচ্ছে। হিথ্রো বিমানবন্দরে মালয়েশিয়া এয়ারলাইন্সের এক যাত্রী লুসি স্পেন্সার বলেন, দুই ঘণ্টারও বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। লাগেজ ট্যাগ...