রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পূর্ণদিবস কর্মবিরতি চলছে।রোববার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে অবস্থান নিয়ে তারা এ কর্মবিরতি পালন করছেন।এদিকে বিকেল ৩টায় উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের সভাপতিত্বে জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে। সভায় পোষ্য কোটা বাতিলের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।ক্যাম্পাস সূত্রে জানা গেছে, শনিবার বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিনসহ প্রশাসনের বেশ কয়েকজন কর্তা ব্যক্তির সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা আজ রোববার পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দেন। পূর্ব ঘোষণা অনুযায়ী, তাদের ক্যাম্পাসে তাদের কর্মবিরতি চলছে।পোষ্য কোটা স্থগিত নয় বাতিল চান রাবি শিক্ষার্থীরাজানতে চাইলে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ...