আফগানিস্তানকে কেন্দ্র করে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। দেশটির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাগরাম বিমানঘাঁটি দখলের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র-এমন তথ্য সামনে আসার পর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২০ সেপ্টেম্বর) রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, আফগানিস্তান যদি বাগরাম বিমানঘাঁটি যুক্তরাষ্ট্রের কাছে ফেরত না দেয়, তবে ‘খারাপ কিছু’ ঘটতে পারে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ লিখেছেন, ‘যদি আফগানিস্তান এটি ফেরত না দেয়, তাহলে কী হবে তা খুব শিগগিরই জানতে পারবেন।’ প্রেসিডেন্ট আরও জানান, বিষয়টি নিয়ে কাবুলের সঙ্গে আলোচনা চলছে এবং তিনি চান যত দ্রুত সম্ভব ঘাঁটিটি ফেরত আসুক। সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, ‘আমরা এখনই বাগরাম চাই।’ ২০০১ সালের ৯/১১ হামলার পর আফগানিস্তানে মার্কিন অভিযানের সময় বাগরাম বিমানঘাঁটি ছিল তাদের প্রধান শক্তিকেন্দ্র। সেখানে সৈন্যদের জন্য বিশাল অবকাঠামো গড়ে তোলা...