পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৯:৩১ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। ঠাকুরগাঁও: পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে বদলির আদেশ পেয়েছিলেন ডা. কামাল আহমেদ। কিন্তু স্থানীয়দের তীব্র ক্ষোভ ও গণমাধ্যমে একের পর এক সংবাদ প্রকাশের পর তিনি এখনও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে পারেনি।আদেশ অনুযায়ী তার ১৪ সেপ্টেম্বর যোগদানের কথা থাকলেও তিনি দায়িত্ব গ্রহণে ব্যর্থ হন। তবে দায়িত্ব না পেয়েও তিনি নিয়মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করছেন।হাসপাতালের সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি তিনি স্বাস্থ্য কর্মকর্তা কক্ষে বসে চিকিৎসক ও কর্মচারীদের নানা নির্দেশনা দিচ্ছেন। ফলে অঘোষিতভাবেই তিনি দায়িত্ব পালন শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে।এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, ডা. কামাল যেহেতু নিজ এলাকায় একাধিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক...