মৌলভীবাজার: বিশ্ব পরিষ্কার দিবস উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে লাল-সবুজ উন্নয়ন সংঘ। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের কেন্দ্রে অবস্থিত শহিদ মিনার প্রাঙ্গণে সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি।দিনব্যাপী কর্মসূচিতে শহিদ মিনারের আঙিনা পরিষ্কার করে আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা হয়। একই সাথে ফুলগাছের চারা রোপণ করে শহিদ মিনারকে আরও সুশোভিত ও প্রাণবন্ত করে তোলে সংগঠনের নেতাকর্মীরা।কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক হাম্মাদ নূর-ঈ সাদী, সহ-সভাপতি জুহায়ের আহমদ জিয়াদ ও আমিনা রামিম, অর্থ সম্পাদক তানজিল হোসেন সোহাগ, ক্রীড়া সম্পাদক রাহুল বিশ্বাস, নারী ও শিশু বিষয়ক সম্পাদক ফাহমিদা সুলতানা তিন্নি এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জিৎ রায়। এছাড়াও সদস্য প্রত্যয়, মুগ্ধ, রোহান, ইসরাক, নাহিদ ও ফাহিমসহ বহু তরুণ অংশগ্রহণ করেন।লাল-সবুজ উন্নয়ন সংঘের নেতৃবৃন্দ জানান, শহিদ মিনারের মতো জাতীয় ইতিহাসের...