মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা জুলাই-আগস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ মামলায় আজ তাকে ট্রাইব্যুনালে জেরা করছেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী।রোবববার (২১ সেপ্টেম্বর) সকালে তিনি ট্রাইব্যুনালে উপস্থিত হন।এর আগে, গত ১৮ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণ শেষ হলে প্রথমবারের মতো নাহিদ ইসলামকে জেরা করা হয়। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যবিশিষ্ট ট্রাইব্যুনালে ১৬ ও ১৭ সেপ্টেম্বর টানা দুদিন জবানবন্দি দেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম। আজকের কার্যক্রমে মামলার অন্যতম রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়।জবানবন্দিতে নাহিদ ইসলাম বলেন, গত বছরের ১৪ জুলাই শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ ও ‘রাজাকারের নাতিপুতি’ আখ্যা দিয়ে কোটাপ্রথার পক্ষে অবস্থান নেন। তার মতে, এই বক্তব্য আন্দোলনকারীদের...