জাতিসংঘ সাধারণ পরিষদে দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে ফ্রান্স ও সৌদি আরবের উত্থাপিত একটি প্রস্তাব বিপুল ভোটে অনুমোদন পেয়েছে। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে সাধারণ পরিষদের ১৪২টি দেশ। বিপক্ষে ভোট দিয়েছে মাত্র ১০টি দেশ। তাদের মধ্যে ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র রয়েছে। ভোটদানে বিরত ছিল ১২টি দেশ। এর মধ্যে ইসলামি প্রজাতন্ত্র ইরানও রয়েছে। বিশ্বের অন্যতম মুসলিম প্র্রধান দেশ হয়েও ইরান কেন ভোটদান থেকে বিরত ছিল-তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে তেহরান বলছে, টেকসই শান্তি আসতে পারে কেবল একটি স্বাধীন গণভোটের মাধ্যমে—যেখানে মুসলিম, ইহুদি, খ্রিস্টান ও শরণার্থীরা অংশ নেবে—কোনও চাপিয়ে দেওয়া দ্বিরাষ্ট্রভিত্তিক পরিকল্পনার মাধ্যমে নয়। ১. এই প্রস্তাব এমন একটি পরিকল্পনাকে সমর্থন করে, যা দখলকৃত ভূখণ্ডে ইসরাইলকেও রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। ইরানের জন্য এটি গ্রহণযোগ্য নয়, কারণ ইরান ইসরাইল রাষ্ট্রের বিরোধিতা করে এবং ফিলিস্তিনি ভূখণ্ডের...