২১ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৫ এএম রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সামারা অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় চারজন নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলা রাতের বেলা ঘটে এবং এটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। স্থানীয় গভর্নর ভায়াচেসলাভ ফেদোরেচেভ শনিবার (২১ সেপ্টেম্বর) তথ্যটি নিশ্চিত করেন। তিনি জানান, শত্রুপক্ষের ড্রোন হামলায় চারজন প্রাণ হারিয়েছেন। হামলার সময় কেউ আহত হলো এবং আহত ব্যক্তির চিকিৎসার জন্য সেরা ডাক্তারদের দ্বারা সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। গভর্নর ফেদোরেচেভ সামাজিক যোগাযোগমাধ্যম ভিকে-তে লিখেছেন, “দুঃখের সঙ্গে জানাচ্ছি যে শত্রুপক্ষের রাতের ড্রোন হামলায় আমরা চারজনকে হারিয়েছি। এটি আমাদের সবার জন্য এক অপূরণীয় ক্ষতি। নিহতদের পরিবারের প্রতি আমি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।” তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে আঞ্চলিক সরকার ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছে এবং...