চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় প্রথম ওভারে আউট হয়ে ফেরেন তানজিদ হাসান তামিম। তবে দলকে চাপে পড়তে দেননি সাইফ হাসান। একের পর এক চমৎকার শটে বাউন্ডারি হাঁকিয়ে রানের চাকা সচল রাখেন ২৬ বর্ষী অলরাউন্ডার। খেলেছেন দারুণ এক ইনিংস, পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। সেই স্বীকৃতি গ্রহণ করে ব্যাটিং পরিকল্পনা সম্পর্কে জানালেন সাইফ। সাইফ বলেছেন, ‘ভিন্ন কিছু নয়। শুধু নিজের প্রক্রিয়া ঠিক রেখেছিলাম। প্রস্তুতি খুব ভালো ছিল। গতকাল ভালো একটা সেশন কাটিয়েছি আমরা। তাদের বোলারদের জন্য ভালো পরিকল্পনা করেছিলাম। যা কাজে লেগেছে।’ ‘ডানহাতি ব্যাটার হিসেবে আমাদের পরিকল্পনা ছিল শেপ ধরে রেখে সোজা ও মিড অফে খেলার। যা বেশ ভালোভাবে কাজে লেগেছে। উইকেট খুব ভালো ছিল। তাই শেপ ধরে রেখে বল টাইমিংয়ের চেষ্টা করছিলাম। লিটন দাদাও আমাকে সাহায্য করছিলেন। তার সঙ্গে ব্যাটিং করা সহজ ছিল।’ ‘লিটন...