আগেভাগে ঝুঁকিপূর্ণ রোগী শনাক্ত করলে চিকিৎসকরা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারবেন। ফলে জটিল রোগও প্রতিরোধযোগ্য হতে পারে। একই সঙ্গে হাসপাতালগুলো ভবিষ্যতে কাদের চিকিৎসার চাহিদা বাড়তে পারে তা আগেভাগে পরিকল্পনা করতে পারবে। গবেষকরা দাবি করছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মানুষের স্বাস্থ্যঝুঁকি আগামী এক দশকেরও বেশি সময় আগে থেকে পূর্বাভাস দেওয়া সম্ভব। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, মানুষের চিকিৎসা ইতিহাস ও স্বাস্থ্য তথ্য বিশ্লেষণ করে ১ হাজারের বেশি রোগের সম্ভাব্য ঝুঁকি নিরূপণ করা সম্ভব হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এটি অনেকটা আবহাওয়ার পূর্বাভাসের মতো কাজ করে। যেমন আবহাওয়ায় বলা হয় বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশ, তেমনি এআই ব্যবহার করে স্বাস্থ্যঝুঁকির সম্ভাবনা শতাংশে জানা যাবে। গবেষকরা মনে করছেন, আগেভাগে ঝুঁকিপূর্ণ রোগী শনাক্ত করলে চিকিৎসকরা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারবেন। ফলে জটিল রোগও প্রতিরোধযোগ্য হতে পারে। একই সঙ্গে...