ইউটার্ন বা ইউলুপগুলো নির্দিষ্ট স্থানে তৈরি করা হয়, যা চালকদের দ্রুত ও নিরাপদে ঘুরতে সাহায্য করে। ইউটার্ন বা ইউলুপগুলো নির্দিষ্ট স্থানে তৈরি করা হয়, যা চালকদের দ্রুত ও নিরাপদে ঘুরতে সাহায্য করে। যেসব স্থানে ঘন ঘন যানজট হয়, সেখানে ইউটার্ন বা ইউলুপ পদ্ধতি ব্যবহার করলে যানবাহনগুলো সিগন্যালে আটকে না থেকে সহজেই দিক পরিবর্তন করতে পারে, ফলে যানজট কমে। এটি বড় ধরনের অবকাঠামোগত নির্মাণ ছাড়াই দ্রুত কার্যকর করা যায়, যা যানজট নিরসনে একটি সহজ উপায় বলে জানান মো. আকরাম হোসেন নামে একজন ড্রাইভার। ঢাকা স্টক এক্সেচেঞ্জের গাড়ি চালাক দীর্ঘদিন ধরে ঢাকায় গাড়ি চালান। সেই সুবাদে জামে পড়ে ভোগান্তি থেকে তিনি মুক্তি উপায় খোঁজতে থাকেন গাড়ি চালক আকরাম হোসেন। সেই চিন্তা থেকে ঢাকার শহরের মোড়ে মোড়ে ঘুড়ে যানজট নিরসনের জন্য একটি বৈজ্ঞানিক...