তবে দেশভেদে দামের তারতম্য চোখে পড়ছে সবচেয়ে বেশি। বিশেষ করে ভারত ও পাকিস্তানে এ পার্থক্য স্পষ্ট। ভারতে আইফোন ১৭-এর বেসিক মডেলের দাম ধরা হয়েছে ৮২,৯০০ টাকা (২৫৬ জিবি স্টোরেজ)। অন্যদিকে পাকিস্তানে একই ফোন কিনতে খরচ হবে প্রায় ৩,৬৫,২৮০ পাকিস্তানি রুপি (ভারতীয় টাকায় প্রায় ১,১৩,৩৮৭ টাকা)। অর্থাৎ পাকিস্তানে দাম ভারতের তুলনায় প্রায় ৩০ হাজার টাকা বেশি। একইভাবে আইফোন ১৭ এয়ার, প্রো এবং প্রো ম্যাক্স মডেলগুলোতেও পাকিস্তানে দাম ভারতের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। যেমন---- আইফোন ১৭ এয়ার: ভারতে ১,১৯,৯০০ টাকা থেকে শুরু, পাকিস্তানে প্রায় ৪,৮৩,৬৮০ রুপি (ভারতীয় টাকায় ১,৫০,৩৪১)। আইফোন ১৭ প্রো: ভারতে ১,৩৪,৯০০ টাকা, পাকিস্তানে প্রায় ৫,৩১,৬৮০ রুপি (ভারতীয় টাকায় ১,৬৫,২৪৮)। আইফোন ১৭ প্রো ম্যাক্স: ভারতে ১,৪৯,৯০০ টাকা থেকে শুরু, পাকিস্তানে প্রায় ৫,৭৩,৯৯৯ রুপি (ভারতীয় টাকায় ১,৭৮,৪৩০)। এই সিরিজে এসেছে বেশ কিছু...