স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার বেলা ১১টায় চট্টগ্রাম মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালত-২ এর বিচারক আবদুর রহমান এই আদেশ দেন। দুদকের আইনজীবী মোকারম হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। মোকারম হোসেন জানান, গত ২৪ জুলাই দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান সাবেক ভূমিমন্ত্রী ও তাঁর স্ত্রীসহ ৩১ জনের বিরুদ্ধে নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকা আত্নসাতের অভিযোগে মামলা করেন। এই টাকা বিদেশে পাচার করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়। দুদকের এই আইনজীবী বলেন, সম্প্রতি দুদকের...