আজ সারাদিন শুধু স্ত্রীর প্রশংসা করুন। আজ কিন্তু দিনটিই বরাদ্দ স্ত্রীর প্রশংসা করার জন্য। স্বামীরা সারাবছর সময় না পেলেও আজ কিন্তু সময় নিয়ে একেবারে লিস্ট ধরে ধরে স্ত্রীর প্রশংসা করতে পারেন, ভাবছেন এ কি আজগুবি কথাবার্তা বলছি! শুধু আপনি না বিশ্বের সব দেশের স্বামীরাই আজ স্ত্রীর প্রশংসা করতে ব্যস্ত। আপনার কাছে এই ব্যাপারটি উদ্ভট কিংবা মজার মনে হলেও এর পেছনে কিন্তু আছে বড় এক গল্প। স্বামীরা সারা বছর নিজেদের কাজে ব্যস্ত থাকেন। সকালে অফিসে বেরিয়ে যান, সন্ধ্যায় বাড়ি ফিরে খাওয়া, তারপর ঘুম। স্ত্রীর দিকে খেয়াল করার সময়ই পান না। স্ত্রীর প্রশংসা তো দূরের কথা, স্বাভাবিক কথা বলারও হয়তো সময় পাচ্ছেন না। এতে কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে মনের দূরত্ব তৈরি হয়। আজ কিন্তু স্ত্রীকে নিয়ে ঘুরে আসতে পারেন, কিংবা স্পেশাল একটা...