ইসরায়েলি সামরিক বাহিনী গাজা সিটি ও গাজা ভূখণ্ডজুড়ে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে, তারা ভূগর্ভস্থ শ্যাফ্ট ও ফাঁদে পরিণত হওয়া কাঠামোগুলো ধ্বংস করছে। শনিবার তাদের এসব হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। রয়টার্স জানিয়েছে, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা ও পর্তুগালসহ ১০টি দেশের সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার কথা রয়েছে। এ সময়টিতেই এসব হামলা চালানো হচ্ছে। চলতি সপ্তাহে স্থল অভিযানের পাশাপাশি গাজার সুউচ্চ ভবনগুলো গুড়িয়ে দেওয়ার মাধ্যমে তাদের স্থাপনা ধ্বংসের অভিযানও তীব্র করে তুলেছে ইসরায়েল। তাদের বাহিনীগুলো গাজা সিটির পূর্বাংশের শহরতলীর নিয়ন্ত্রণ নিয়েছে আর শেখ রাদওয়ান ও তেল আল-হাওয়া এলাকায় ব্যাপক গোলা ও বোমাবর্ষণ করে চলেছে। শহরের মধ্য ও পশ্চিম অংশে অগ্রসর হওয়ার জন্য তারা এই দুই এলাকায় অবস্থান...