যুক্তরাষ্ট্রে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছেন।শনিবার (২০ সেপ্টেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের একটি দুর্গম অঞ্চলে রুটিন প্রশিক্ষণ মিশনের সময় একটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় স্পেশাল অপারেশনের চার সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইউএস আর্মি।মার্কিন সেনাবাহিনীর স্পেশাল অপারেশনস কমান্ড জানিয়েছে, বুধবার (স্থানীয় সময়) রাত ৯টার দিকে জয়েন্ট বেস লুইস-ম্যাককর্ডের কাছাকাছি পার্বত্য অঞ্চলে ‘সিকোরস্কি ইউএইচ-৬০ ব্ল্যাক হক’ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে ৪ জন সেনা সদস্য ছিলেন। তারা সকলে ১৬০তম স্পেশাল অপারেশনস অ্যাভিয়েশন রেজিমেন্টের (নাইট স্টলকারস) সদস্য ছিলেন।সেনাবাহিনী জানিয়েছে, এ ইউনিটটি মার্কিন সেনাবাহিনীর একটি অতি দক্ষ বিমান ইউনিট হিসেবে পরিচিত। তারা রাতের আঁধারে অপারেশন পরিচালনায় বিশেষভাবে পারদর্শী।ফোর্ট ব্র্যাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে লেফটেন্যান্ট...