এশিয়া কাপের শেষ চারে ভারত-পাকিস্তান ম্যাচের আগে আলোচনায় ক্রিকেট নয়, বরং বিতর্ক। আগের ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলানো এড়িয়ে যান বলে অভিযোগ ওঠে।বি ষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসির কাছে জানালে তীব্র আলোচনার জন্ম দেয়। এ নিয়েই এনডিটিভির বিশেষ অনুষ্ঠানে মুখ খোলেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন ও আরেক সাবেক ক্রিকেটার নিখিল চোপড়া। আজহারউদ্দিন বিষয়টিকে তুচ্ছ করে দেখেন। তার মতে, হাত মেলানো নিয়ে বাড়াবাড়ির কিছু নেই। তার ভাষায়, ‘আমি মনে করি, হাত মেলানোতে কোনো ভুল নেই। খেলতে নামলে সব নিয়ম মেনে খেলতে হবে—হ্যান্ডশেকও এর মধ্যে পড়ে। আমি বুঝতে পারছি না সমস্যাটা কোথায়। আর প্রতিবাদ করে খেলতে নামলে তার কোনো মানে নেই। যদি মনে হয় খেলবেন না, তবে খেলাই উচিত নয়। একবার অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলে পুরো...