গত ১৯ সেপ্টেম্বর দেশের আট বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে একযোগে এ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মোট তিন লাখ ৭৪ হাজার ৭৪৭ জন প্রার্থী। পিএসসি সূত্রে জানা যায়, গত জুনে প্রকাশিত ছয়টি বিসিএস পরীক্ষার রোডম্যাপে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ হিসেবে ১৯ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছিল। নির্ধারিত সময়েই পরীক্ষা নেওয়ার পর এখন সেই রোডম্যাপ মেনেই ফল প্রকাশের প্রস্তুতি চলছে। পিএসসির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, ঝুলে থাকা সব বিসিএসের কাজ রোডম্যাপ অনুযায়ী শেষ করার চেষ্টা করছে কমিশন। তিনি বলেন, “৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল ঘোষিত সময়ের আগেই প্রকাশ করা হয়েছে। ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল নির্ধারিত সময়েই দেওয়া হয়েছে। ডিসেম্বরের মধ্যে ৪৬তম বিসিএসের লিখিত ফলও প্রকাশ করা হবে। আর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল ২৮ সেপ্টেম্বরের...