শুনতে স্বপ্নের মতো হলেও নাসা সেটিকেই বাস্তবে রূপ দিচ্ছে। ২০২৬ সালের এপ্রিলের মধ্যে ‘আর্টেমিস ২’ মিশনে চার নভোচারীর সঙ্গে লাখো মানুষের নামও যাবে চাঁদে। এর জন্য কোনো অর্থ খরচ করতে হবে না, শুধু নাসার ওয়েবসাইটে গিয়ে নাম ও ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন করলেই মিলবে একটি ডিজিটাল বোর্ডিং পাস। সেই নামগুলো একটি মেমোরি কার্ডে সংরক্ষণ করে ওরিয়ন মহাকাশযানে পাঠানো হবে। প্রায় ৫০ বছর পর অ্যাপোলো ১৭-এর পর এটি হবে চাঁদে মানুষের প্রথম মিশন। ওরিয়ন সরাসরি চাঁদের পৃষ্ঠে অবতরণ করবে না, তবে প্রায় ৭ হাজার ৪০০ কিলোমিটার ওপর থেকে প্রদক্ষিণ করবে। এই যাত্রায় মহাকাশযানের সিস্টেম, দিকনির্দেশনা ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা করবেন চার নভোচারী। কমান্ডার রিদ ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ ও জেরেমি হ্যানসেন। বিশ্বের যে কোনো দেশের, যে কোনো বয়সের মানুষ চাইলে এই...