বাংলাদেশ থেকে ইলিশ মাছের প্রথম চালান ভারতের বাজারে উঠেছে গত বৃহস্পতিবার। কলকাতা শহরের বাজারে সেসব মাছ এসে পৌঁছালে দুপুরের মধ্যেই সব বিক্রি হয়ে যায়। প্রথম দিন কলকাতাবাসীর প্রত্যাশার তুলনায় উচ্চমূল্যের কারণে অনেক ক্রেতাই খালি হাতে ফিরেন। কিন্তু আরও চালান পৌঁছালে দাম বাংলাদেশের চেয়েও কমে যাওয়ার সম্ভাবনায় খুশি তারা। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, মানিকতলা ও লেক মার্কেটের মতো জনপ্রিয় বাজারে প্রায় এক কেজি ওজনের ইলিশ প্রতি কেজি ২০০০ রুপিতে বিক্রি হয়েছে। ১.৫ কেজির বেশি ওজনের বড় মাছ প্রতি কেজি ২,৫০০ রুপিতে বিক্রি হয়। দুর্গাপূজা উদযাপনের জন্য মৌসুমি সুস্বাদু এই ইলিশের অপেক্ষায় থাকা ক্রেতারা এই দামেই হুড়মুড় করে সব লুফে নেন। কসবার একজন মাছ বিক্রেতা অতুল দাস বলেন, কিছু ক্রেতা যে কোনো মূল্যে ইলিশ কিনতে চেয়েছিলেন। অনেকের কাছে এক...