প্রশ্ন: নামাজের সময় দাঁতে আটকে থাকা খাবার খেলে কি নামাজ নষ্ট হয়ে যায়? কেউ যদি নামাজ শুরু করার আগে খাবার খায়, ওই খাবারের কোনো অংশ দাঁতে আটকে থাকে, নামাজ আদায়ের সময় ওই খাবার ছুটে যায় এবং সে খেয়ে ফেলে, তাহলে কি নামাজ ভেঙে যাবে? উত্তর: নামাজরত ব্যক্তির দাঁতে আটকে থাকা খাবার যদি একটি ছোলার দানার চেয়ে ছোট বা কম হয়, তাহলে তা গিলে ফেললে নামাজ নষ্ট হবে না। আর যদি দাঁতে আটকে থাকা খাবার ছোলার সমান বা তার চেয়ে বেশি হয় তাহলে তা খেয়ে ফেললে নামাজ নষ্ট হয়ে যায়। সুতরাং কেউ যদি নামাজরত অবস্থায় দাঁতে আটকে থাকা খাবার খেয়ে ফেলে যার পরিমাণ একটি ছোলার দানার সমান বা তার চেয়ে বেশি, তাহলে তার কর্তব্য তখনই ওই নামাজ নতুন করে শুরু করা।...