পদ্মার রুপালি ঢেউ অবশেষে ভারতে এসে পৌঁছল। দুর্গাপূজার আগে প্রতীক্ষিত এই আগমনকে কেন্দ্র করে পাইকারি থেকে খুচরো বাজারে এক ধরনের উল্লাস শুরু হয়েছে। বুধবার রাতেই সীমান্ত পেরিয়ে প্রথম চালানে এসেছে প্রায় ৩৭ মেট্রিক টন ইলিশ, বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা ও হাওড়ার বাজারে তার ঝলক দেখা গিয়েছে। ব্যবসায়ীরা বলছেন, এ যেন শুধু মাছের আগমন নয়, এটি উৎসবের আবহে জনমনে আশ্বাসের সঞ্চার। কয়েক মাস ধরেই জল্পনা চলছিল, এ বছর আদৌ কি ইলিশ আসবে, না কি সব জল্পনা ব্যর্থ হবে। অবশেষে সরকারের অনুমতি মিলে গেছে, মোট ১২০০ মেট্রিক টন ইলিশ আসবে ৫ অক্টোবর পর্যন্ত। কিন্তু এই অল্প সময়ে এত বড় চালান আসা ও বাজারে সঠিকভাবে পৌঁছনো কতটা সম্ভব তা নিয়ে সংশয় রয়েছে। প্রথম চালান ঢুকেছে সীমান্তে, ধাপে ধাপে আসবে আরও। কিন্তু ব্যবসায়ীরা জানাচ্ছেন,...