স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান রেকর্ড গড়লেন অধিনায়ক লিটন দাস। শনিবার (২০ সেপ্টেম্বর) এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে দুবাইয়ে শ্রীলংকার বিপক্ষে ১৬ বলে ২৩ রান করেন লিটন। এই ইনিংস খেলার পথে সাকিব আল হাসানকে টপকে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক হন তিনি। শ্রীলংকার বিপক্ষে ম্যাচের আগে সাকিবকে টপকে যেতে ১৯ রান দরকার ছিল লিটনের। ২০১৫ সালে টি-টোয়েন্টিতে অভিষেকের হওয়ার পর এখন পর্যন্ত ১১৪ ম্যাচের ১১২ ইনিংসে ২৫৫৬ রান করে শীর্ষে উঠেছেন লিটন। দ্বিতীয় স্থানে নেমে গেছেন সাকিব। ১২৯ ম্যাচের ১২৭ ইনিংসে ২৫৫১ রান আছে সাকিবের। সম্প্রতি সাকিবকে টপকে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ হাফ-সেঞ্চুরির মালিক হন লিটন। সাকিবের...