ইসরায়েল গাজা নগরীতে গত দুই বছরের যুদ্ধের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমাান হামলা চালাচ্ছে—যার মাধ্যমে বাসিন্দাদেরকে বিপজ্জনক ও ব্যয়বহুল যাত্রায় বাধ্য করে হাজারো ফিলিস্তিন দক্ষিণের ভিড়াক্রান্ত আনাদোলু, আল জাজিরা :ইসরায়েল গাজা নগরীতে গত দুই বছরের যুদ্ধের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমাান হামলা চালাচ্ছে—যার মাধ্যমে বাসিন্দাদেরকে বিপজ্জনক ও ব্যয়বহুল যাত্রায় বাধ্য করে হাজারো ফিলিস্তিন দক্ষিণের ভিড়াক্রান্ত এলাকায় যেতে ঠেলে দিচ্ছে। গত শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচায় আদরাই গাজা নগরীর বাসিন্দাদের সতর্ক করে বলেন, সেনারা “নজিরবিহীন শক্তি” ব্যবহার করবে। তিনি স্থানীয়দের আল-রাশিদ সড়ক ধরে দক্ষিণে চলে যেতে আহ্বান জানান—যা বর্তমানে একমাত্র অনুমোদিত পথ। সাংবাদিক তারেক আবু আজজুম জানান, গাজা নগরীতে পশ্চিম দিকে উপকূলের পথে যাত্রাকারীরা হামলার তীব্রতায় বিশ্রামও নিতে পারছেন না। তাল আল-হাওয়া এলাকায় বহু পরিবার ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে বলেও...