রাকসু নির্বাচন ঘিরে প্রার্থীরা প্রচলিত মাইকিং, ব্যানার বা পোস্টারের বাইরে গিয়ে ভিন্নধর্মী কৌশলে প্রচারণায় নেমেছেন। কেউ লিফলেটকে টাকার নোট বা জমির দলিলের আকারে বানিয়েছেন, কারও লিফলেট ডাকটিকিটের মতো ছোট। কেউ আবার পুলিশের পোশাকে ভিডিও বার্তা ছড়িয়ে শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছেন। রাকসু নির্বাচনে ভোটারদের আকৃষ্ট করতে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদপ্রার্থী জাহিদ হাসান জোহা প্রচারণায় এনেছেন ভিন্নতা। কখনো পুলিশ আবার কখনো কৃষক সাজে দেখা যাচ্ছে তাকে। চতুর্থ দিনের প্রচারণায় ভিন্ন সাজে দেখা যায় ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’র জাহিদ হাসান জোহাকে। জানা যায়, রাকসু নির্বাচন ঘিরে প্রার্থীরা প্রচলিত মাইকিং, ব্যানার বা পোস্টারের বাইরে গিয়ে ভিন্নধর্মী কৌশলে প্রচারণায় নেমেছেন। কেউ লিফলেটকে টাকার নোট বা জমির দলিলের আকারে বানিয়েছেন, কারও লিফলেট ডাকটিকিটের মতো ছোট। কেউ আবার পুলিশের পোশাকে ভিডিও বার্তা ছড়িয়ে শিক্ষার্থীদের দৃষ্টি...