
এক দলের ইনিংস শেষ হয়েছে দুই ওভারের বেশি বাকি থাকতে, আরেক দল গুটিয়ে গেছে তিন ওভার আগেই। কোনো দল ৫০ ওভার ব্যাটিং করতে না পারলেও এই ম্যাচেই হয়েছে রেকর্ড! নারী ওয়ানডের ইতিহাসে সবচেয়ে বেশি রানের রেকর্ড চুরমার করে ভারত-অস্ট্রেলিয়ার এই লড়াই উঠে গেছে অনন্য উচ্চতায়। শুধু এক ম্যাচে সবচেয়ে বেশি রানই নয়, ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় ওয়ানডেতে দিল্লিতে শনিবার রানের সুনামিতে বয়ে গেছে রেকর্ডের জোয়ার। ৪৭.৫ ওভারে ৪১২ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া, ৪৭ ওভারে ৩৬৯ রানে থেমেছে ভারত। দুই দল মিলিয়ে রান হয়েছে ৭৮১। নারী ওয়ানডেতে আগে কখনও ৬৮০ রানও হয়নি। আগের রেকর্ড ছিল ২০১৭ সালে ব্রিস্টলে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার লড়াইয়ে ৬৭৮। গত মে মাসে কলম্বোতে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে উঠেছে ৬৫১ রান। অস্ট্রেলিয়া যেভাবে ছুটছিল, একটা সময় তাদের সম্ভাব্য স্কোর...