পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের শুরু। আজ রবিবার মহালয়া। আর মহালয়া মানেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়া।মহালয়া দুর্গতিনাশিনী দেবী দূর্গার আগমনী বার্তা। মহালয়া মানেই সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চন্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গার মর্ত্যলোকে আগমনের আমন্ত্রণ জানানো। মন্দিরে-মন্দিরে পূজা দেওয়ার ভিড় সনাতন ধর্মাবলম্বীদের। এদিন স্থাপন করা হয় ঘট, করা হয় বিশেষ পূজা। অন্যদিকে, পিতৃপুরুষের উদ্দেশ্যে মহালয়ার সকালে গঙ্গার ঘাটে-ঘাটে চলে তর্পণ। তর্পণের জন্য রবিবার সকাল থেকেই সাধারণ মানুষ ভিড় জমেছে গঙ্গাসহ এপার বাংলার বিভিন্ন নদীর ঘাটগুলোতে।আরো পড়ুন:তামান্না কী আধ্যাত্মিক মানুষ?স্যামসনের ফিফটিতে ওমানকে ১৮৯ রানের টার্গেট দিল ভারত স্যামসনের ফিফটিতে ওমানকে ১৮৯ রানের টার্গেট দিল ভারত ‘মহালয়া’ শব্দটির অর্থ- মহান যে আলয় বা আশ্রয়। দেবী দুর্গাই হলেন সেই মহান আলয় বা আশ্রয়। এদিনই আক্ষরিক অর্থে দুর্গাপূজা শুরু হয়। কথিত আছে, মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে...