টালিউডে আবারও ফিরছে দেবের ধামাকা। বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রঘু ডাকাত’-এর প্রচার অনুষ্ঠানে শনিবার (২০ সেপ্টেম্বর) কলকাতার মঞ্চ যেন কেঁপে উঠল তারকাখচিত উপস্থিতিতে। একে একে ঝলমলে এন্ট্রি নিলেন পাঁচ নায়িকা, আর দেব নিজের তারকাসুলভ উপস্থিতিতে মাতালেন ভক্তদের মন। তবে ভক্তদের মনে উঁকি দিয়েছিল একটাই প্রশ্ন, কেন এই উৎসবমুখর আসরে নেই লেডি সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলি?ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ইন্ডাস্ট্রিতে দুই দশকের পথচলা সম্পন্ন করলেন দেব। ‘রঘু ডাকাত’ ছবির ট্রেলার লঞ্চের পাশাপাশি উদযাপন করা হলো এই নায়কের জীবনের সেই বিশেষ অধ্যায়ও।দীর্ঘ দুই দশকে যেসব নায়িকাদের সঙ্গে জুটি বেঁধেছেন, তাদের বেশ কয়েকজনের সঙ্গে রোম্যান্টিক গানে নেচে মঞ্চ মাতালেন দেব। তার মধ্যে ছিলেন নুসরাত জাহান, পূজা ব্যানার্জি, সায়ন্তিকা ব্যানার্জি, কোয়েল মল্লিক ও শ্রাবন্তী চ্যাটার্জি প্রমুখ। এদিন সুপারস্টারের বিশ বছরের জার্নিতে অংশীদার হতে পেরে আপ্লুত...